Pass Word Recovery Software

By

টেলিটক দিচ্ছে কম মূল্যে ইন্টারনেট প্যাকেজ

By

১। 1GB 3G ডাটা ভ্যাট সহ ৯২/- টাকায় ৩ দিন মেয়াদ। D58 লিখে 111 এ সেন্ড করুন। চালাতে পারবেন সবসময়।

২। 1GB 3G ডাটা ভ্যাট সহ ১১৫/- টাকায় ৩০ দিন মেয়াদ। D60 লিখে 111 এ সেন্ড করুন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পর্য়ন্ত চালাতে পারবেন না।
৩। 5GB 3G ডাটা ভ্যাট সহ ৩৪৫/- টাকায় ৩০ দিন মেয়াদ। D63 লিখে 111 এ সেন্ড করুন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পর্য়ন্ত চালাতে পারবেন না।
৪। 10GB 3G ডাটা ভ্যাট সহ ৫৭৫/- টাকায় ৩০ দিন মেয়াদ। D6৪ লিখে 111 এ সেন্ড করুন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পর্য়ন্ত চালাতে পারবেন না।
৫। 30 GB 3G ডাটা ভ্যাট সহ ১৭২৫/- টাকায় ৩০ দিন মেয়াদ। D58 লিখে 111 এ সেন্ড করুন। চালাতে পারবেন সবসময়।

কিভাবে ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়।

By
ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়, পোস্ট দেখা যায়। সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়? হ্যাঁ যায়, তবে স্বপ্নের মতো আয় করা যায় না, শ্রম করে আয় করতে হয়। এর জন্য নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন। আপনাকে বেছে নিতে হবে কোন পথে আপনি এগুবেন।

সাধারণত ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে, আবার প্রতারণার ফাঁদও আছে। তাই সাবধানতার সঙ্গে বুঝেশুনে আপনাকে পথ চলতে হবে। এখন ঘরে বসেই একজন মাসে আয় করতে পারবেন ১৫ হাজার থেকে কমপক্ষে লাখ টাকা। আমরা ধারাবাহিকভাবে অনলাইনে ইনকামের এ ধরনের একশ’টি সঠিক উপায় দেখানোর চেষ্টা করব। তবে এক ক্লিকে এক কোটি ডলার বা সাইন আপ করেই ৫০ হাজার ডলার নিয়ে নিন, এমন কিছু এখানে পাবেন না। প্রথমেই বলে নিচ্ছি, যারা রাতারাতি বড়লোক হতে চান, তারা মূল্যবান সময় নষ্ট করবেন না আমার লেখা পড়ে। মনে রাখবেন, PTC, Add Click, MLM-এর মাধ্যমে অর্থ ইনকাম ক্ষণস্থায়ী ও প্রতারণার একটা অভিনব পদ্ধতি। স্থায়ী ও সারাজীবনের জন্য ইনকামের ব্যবস্থা কীভাবে করা যায়, মূলত এই বিষয়গুলো নিয়েই থাকবে আমাদের ধারাবাহিক আলোচনা।
আপনারা জেনে রাখবেন, অনলাইনে কয়েকটি বিষযে দক্ষ লোকের অনেক মূল্য রয়েছে। এগুলো হলো—ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল এপস্, গেম ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং অ্যান্ড ইনফরমেশন সিসটেম, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, গ্রাফিক ডিজাইন, এনিমেশন, কাস্টমার সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও।

ঘরে বসেই ৬৮ টি দেশের ভিসা চেক করুন

By

১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার http://www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর www.mom.gov.sg/
১৮। গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান http://www.irimlsa.ir/en
২২। গানা http://www.ghana.gov.gh/
২৩। তাইল্যান্ড www.mfa.go.th
২৪। বাহরাইন www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন http://www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC  http://www.dol.gov/
৪২। স্পেন www.mtin.es/en
৪৩। ইউক্রেইন http://www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা http://www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই http://www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন http://www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড http://english.szw.nl/
৪৯। জামবিয়া www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে http://www.dol.gov/
৫২। ফিলিফাইন www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া www.mohr.gov.my
৫৪। রাশিয়া http://www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx
http://www.mol.gov.ae/english/newindex.aspx
৫৭।কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp
৫৮।আমেরিকা : https://www.vfs.org.in/UKG-PassportTracking/
৫৯।ওমানের ভিসা : http://www.rop.gov.om/
৬০।আবুধাবী ( দুবাই), http://www.mol.gov/
৬১।বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
৬২।সৌদি আরব, http://www.saudiembassy.net/
৬৩।কানাডা, http://www.huembwas.org/ হাঙ্গেরী
৬৪।সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
৬৫।ওমান : http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৬৬।U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল http://united-arab-emirates.visahq.com/
৬৭। সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলেhttp://singapore.embassyhomepage.com/
৬৮। Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae/
*****লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****
 By  http://www.amiopari.com

ভারতীয় ভিসা পেতে অনলাইনে ফরম পূরণ

By
বর্তমান নিয়মে ভারতীয় ভিসা পেতে অনলাইনে ফরম পূরণ করার পর অ্যাপয়েনমেন্ট পেতে অপেক্ষা করতে হয় এক থেকে দেড় মাস পর্যন্ত। এমন নিয়মে চিকিৎসার জন্য জরুরি ভারত গমনেচ্ছু অথবা কোনো ইভেন্ট কাভার করতে ভারত যেতে ইচ্ছুক সাংবাদিকদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এই অবস্থায় ভারতীয় ভিসা প্রদান সহজতর করতে রোগী ও সাংবাদিকসহ ১০ ক্যাটাগরির ভিসা আবেদনকারীকে দ্রুত সময়ে ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে ভারতীয় দূতাবাস ও হাই কমিশন অফিস।

এই ১০ ক্যাটাগরির আবেদনকারীরা অনলাইনে আবেদন করে অ্যাপয়েনমেন্ট তারিখের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। অনলাইন আবেদন ফরম পূরণের সর্বোচ্চ ৪ দিনের মধ্যে এ সব আবেদনকারীকে ভিসা প্রদান করা হবে বলে ভারতীয় দূতাবাস সূত্র নিশ্চিত করেছেন।

এই ১০ ক্যাটাগরির আবেদনকারীর মধ্যে রয়েছেন- চিকিৎসার প্রয়োজনে ভারত গমনেচ্ছু রোগী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষার্থী, গবেষক, সম্মেলনে গমনেচ্ছু, চাকরিজীবী, ব্যবসায়ী, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আমন্ত্রিত এবং ট্রানজিট পেতে ইচ্ছুক ব্যক্তি। আগামী ২৫ নভেম্বর থেকে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে এ আবেদন গ্রহণ করা হবে বলে চট্টগ্রামের খুলশিস্থ ভারতীয় হাই কমিশন অফিস সূত্রে জানা গেছে।

ভিসা আবেদন ও ভিসা প্রদানে গতি আনার পাশাপাশি আবেদনকারীদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

তবে টুরিস্ট ভিসার জন্য আবেদনকারীরা এই বিশেষ সুবিধা পাবেন না। টুরিস্ট ভিসা পেতে পূর্বের নিয়মে আবেদন করে অ্যাপয়েনমেন্টের জন্য কমপক্ষে একমাস অপেক্ষা করতে হতে পারে।


ভারতীয় দূতাবাস থেকে ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, আবেদনকারীদের প্রথমে indianvisaonline.gov.in ঠিকানায় গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। সেখানে ঠিকভাবে নিজের ভিসা ক্যাটাগরি নিশ্চিত করতে হবে। পরে ফরমের পূর্ণাঙ্গ কপি প্রিন্ট করে ভিসা আবেদন কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা প্রক্রিয়াকরণ ফিসহ জমা দিতে হবে। অনলাইনে নিবন্ধনের চারদিনের ভেতর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (রোববার-বৃহস্পতিবার) আবেদন জমা দিতে নতুন নিয়মে বলা হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত নিয়মwww.ivacbd.com এবং www.hcidhaka.gov.in- ওয়েবসাইটে পাওয়া যাবে।

টুরিস্ট ভিসা পেতে পূর্বের নিয়মে আবেদন করে অ্যাপয়েনমেন্টের জন্য কমপক্ষে একমাস অপেক্ষা করতে হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে www.ivacbd.com ঠিকানায়।

তথ্য সুত্রঃ রাইজিংবিডি

ডাউনলোড সমস্যার সমাধান

By
আমরা অনেকেই ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করতে গিয়ে নানা সমস্যায় পরি। যেমন মজিলা দিয়ে ডাউনলোড করতে গেলে ভাল স্প্রীড পাওয়া যায়না। আবার বিদ্যুৎ চলে গেলে নতুন করে ডাউনলোড করতে হয়। যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে তো ভাল। কিন্ত ডাউনলোড ম্যানেজার কিছুদিন চলার পর আপডেট চায়। আপডেট না করলে কাজ করেনা। আপডেট করতে গেলে রেজিষ্ট্রেশন করতে বলে ইত্যাদি।

যারা এই সমস্যায় পরেছেন তাদের জন্য রিয়েল ডাউন লোড ম্যানেজার।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার -৭
এই সফটওয়্যারটি ইনস্টল করলে আর আপডেট অথবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবেনা।

ডাউন লোড করুন

সেরা বাংলা টিউটোরিয়াল!

By

ফ্রিল্যান্সিং হটকেক লার্নিং! ওয়েব ডেভেলপমেন্ট ও এসইও উপর ফ্রিল্যান্সিং উপযোগী সেরা বাংলা টিউটোরিয়াল!

 

অনলাইনে আয়ে আগ্রহীদের জন্য এসইও শেখার কোন বিকল্প নেই, কারন আপনি অনলাইনের যে সেক্টরেই কাজ করেন , এসইও এর উপর একটু আধটু জ্ঞান আপনাকে অবশ্যই রাখতে হবে আর যদি সেটা হয় আপনি এসইও এর কাজই করতে চান তাহলে তো কথাই নেই। এসইও এর কাজ অবশ্যই ভালভাবে শিখতে হবে আপনাকে। আর শুধুমাত্র এসইও জানলেই আপনি অনলাইনে আয় করতে পারবেন এর সাথে অনলাইনে অন্যান্য খাতেও অনেক হেল্প করবে এই এসইও। কারন গুগল ছাড়া যেমন অনলাইন অচল তেমনি এসইও ছাড়া আপনি অনলাইনের অনেক এক বিশার দুনিয়া থেকে পেছনে পড়ে থাকবেন। কাজেই অনলাইনে আয় এবং অনলাইনে আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য এসইও শিখে রাখতে পারেন।
আর এই এসইও শেখার জন্য আমাদের ভিডিও বাংলা টিউটোরিয়াল নিতে পারেন। কারন আমরাই একমাত্র গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখলে আপনি কমপ্লিট এসইও শিখতে পারবেন এবং এই টিউটোরিয়াল গুলো দেখলে এবং ভালভাবে প্র্যাকটিস করলে আপনাকে বাইরে থেকে কোন কোর্স করতে হবে না। কারন এমনটি আমরা বলি নি, যারা টিউটোরিয়াল নিয়েছেন তাদের কাছ থেকেই জানতে পারবেন। এই জন্য আমাদের ফেসবুক গ্রুপে গেলেই পেয়ে যাবেন এমন অনেককে যারা আমাদের টিউটোরিয়াল নিয়ে কাজ শিখেছেন এবং কাজ করে আয় করছেন এবং এরা সবাই টিউটোরিয়াল দেখে সন্তুষ্ট ।
যোগাযোগ ০১১৯১৫২২৩৫৮